হারুন অর রশিদ- বগুড়া জেলা প্রতিনিধিঃ
সোমবার বিকেলে বগুড়ার কাহালুতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট আন্তঃ ইউনিয়ন ও পৌরসভা বালক (অনুর্ধব ১৭) এর উদ্বোধন করা হয়েছে।
কাহালু উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা আফরোজ। এসময় কাহালু পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীল রতন দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা সাইফুজ্জামান,কাহালু থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জোব্বার,সমাজ সেবা কর্মকর্তা আবিদুর রহমান, কাহালু সদর ইউপি চেয়ারম্যান পিএম বিল্লাল হোসেন, নারহট্র ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রহিম, কালাই ইউপি চেয়ারম্যান জোবাইদুল ইসলাম সবুজ,জামগ্রাম ইউপি চেয়ারম্যান মনোয়ারুল ইসলাম খোকন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুলতান আলী কবিরাজ উপস্থিত ছিলেন।
উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌর সভার মোট ১০ টিমে এ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট খেলা অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে ৪ টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। টিম গুলো হলো কাহালু পৌর সভা বনাম নারহট্র ইউপি ও জামগ্রাম ইউপি বনাম কালাই ইউপি।
Leave a Reply