ওমর আল বশির- দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৬ জুলাই ) সকালে জামালপুর -১ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ ৩ টি ইউনিয়ন ও পৌরসভায় ত্রাণসামগ্রীর প্যাকেট বিতরণ করেন।
ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ , উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলাইমান হোসেন, পৌরসভার মেয়র শেখ মোহাম্মদ নুরুন্নবী অপু, চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম আক্কাস, চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম খান, দেওয়ানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান প্রমুখ।
সংসদ সদস্য নূর মোহাম্মদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ অঞ্চলের মানুষের খোঁজখবর রাখছেন। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনও সার্বক্ষণিক নজরদারি করছে।
Leave a Reply