আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
বন্যা ও জলাবদ্ধতায় বিপর্যস্ত নোয়াখালী জেলায় ২১ লাখের বেশি মানুষ পানিবন্দি হয়ে আছে। বন্যার কারণে জেলায় পানি বন্দি মানুষের খাদ্য সামগ্রী সংকট দেখা যাচ্ছে। ঠিক সেই মূহুর্তেই মানবতার ফেরিওয়ালা হিসেবে আবির্ভাব হয়েছে মুন্সীগঞ্জের হৃদয়বান মানুষরা।
শুক্রবার (৩০ আগস্ট ) মুন্সীগঞ্জ জেলা টংগীবাড়ি উপজেলার মুকুটপুর এবং ধীপুর এর ২টি টিম গত দুই দিন ধরে নোয়াখালীর সেনবাগের প্রত্যন্ত এলাকার তাঁদের দেয়া ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় সেচ্ছাসেবীদের মধ্যে সেনবাগের মো: মোজাম্মেল হোসেন গাইডের সহায়তায় সুষ্ঠু ও সুন্দরভাবে প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে হাতে হাতে ত্রাণের উপহার সামগ্রী বিতরণ করেন।
Leave a Reply