মিজানুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বোয়ালমারী কাঁচদহ ফাজিল মাদ্রাসা পরিদর্শন করলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক।
আজ বৃহস্পতিবার দুপুরে বোয়ালমারী কাঁচদহ ফাজিল মাদ্রাসা পরিদর্শনে আসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বনিক। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার শাফিউল আলম।
শিক্ষক বান্ধব এই শিক্ষা কর্মকর্তা মাদ্রাসাটি ঘুরে দেখেন এবং পরে শিক্ষকদের সঙ্গে মাদ্রাসা শিক্ষক মিলন আয়তনে মতবিনিময় করেন। এসময় তিনি বর্তমান সময়ের নতুন কারিকুলাম এর উপরে শিক্ষকদেরকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। মতবিনিময় কালে উপস্থিত ছিলেন অত্র বোয়ালমারী কাঁচদহ ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান, মাদ্রাসার গোভর্নিং বডির সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলমগীর ওরফে আলম শাহ ও শিক্ষকবৃন্দ।
Leave a Reply