পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জের চতরাহাটে ভেজাল ভুষি তৈরির কারখানার সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিক হামলার শিকার হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার চতরাহাটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত এশিয়ান টিভির পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলনকে গুরুতর আহত অবস্থায় পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত সাংবাদিকদের পক্ষে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। আহত সাংবাদিকগণ/প্রত্যক্ষদর্শীদের নিকট থেকে জানা গেছে, চতরা হাট এলাকায় দাঁদন ও গালাগাল ব্যবসায়ী, চতরা মহিলা কলেজের প্রভাষক, গিলাবাড়ি গ্রামের সোলায়মান মন্ডলের ছেলে, জিয়াউর রহমান জিয়া মন্ডল, দীর্ঘদিন ধরে (স্থানীয়ভাবে সংগৃহিত ধান / চালের গুড়া, সুজি, কাঠের গুড়ার মিশ্রণে তৈরীকৃত ভেজাল ভুষি) বসুন্ধরা কোম্পানি সহ নামি দামি কোম্পানীর নামে প্যাকেটজাত করে বাজারজাত করে আসছিল। এলাকাবাসী ও গোপনসুত্রে জানতে পেয়ে সোমবার দুপুরে মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, এশিয়ান টিভির পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলন, বায়ান্নর আলোর উপজেলা সংবাদদাতা মেফতাহুল ইসলাম সহ তিনজন সাংবাদিক, চতরাহাট চারমাথা সংলগ্ন জিয়ার গুদামঘর — আব্দুল কুদ্দুস ভিলায় যায়।
এ সময় তারা ভেজাল গো-খাদ্য মিশ্রনের ফুটেজ সংগ্রহ করছিল। এ সময় জিয়া ও তার বাবা সোলায়মান সহ ৪/৫ জন গুদামঘরে আসে এবং গুদাম ঘরের সাটার নামিয়ে সাংবাদিকদের মারপিট করতে থাকে। এক পর্যায়ে এশিয়ান টিভির প্রতিনিধি, মিনহাজুল ইসলাম মিলন কৌশলে পালিয়ে হাটের মধ্য আসলে সেখানেও তারা তাকে পেটাতে থাকে। এক পর্যায়ে মুমুর্ষ অবস্থায় মিনহাজুল ইসলাম মিলনকে স্থানীয়রা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপর সাংবাদিক মাহমুদুল ইসলাম ও মেফতাহুল ইসলামকে গুদামঘর থেকে উদ্ধার করে।
এ ঘটনায় সহকারী কমিশনার ভুমি তকী ফয়সাল তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে ৩টি গোডাউন ও ব্যবসা প্রতিষ্ঠানে বিকল্প তালা ঝুলিয়ে স্থানীয় চেয়ারম্যানের হেফাজতে দেয়। ইউএনও ইকবাল হাসান ও অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, অবৈধ ব্যবসা বন্ধ, দ্রুত অপরাধীদের গ্রেফতারসহ অপরাপর আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। এদিকে জেলা প্রশাসক মোবাশ্বের হাসান এ ঘটনায় দু:খ প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে প্রতিশ্রুতি দেন।
Leave a Reply