পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ:
রংপুরের পীরগঞ্জে তিন সাংবাদিকের উপর হামলার ঘটনায় পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের সামনে, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহীল বাকী বাবলুর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কুমেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, বড়আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সাংবাদিক সরওয়ার জাহান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল আলম মিলন, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম রিপন, জেলা পরিষদের সাবেক সদস্য রিয়াজুল ইসলাম রনি, আওয়ামী যুবলীগ নেতা ফিরোজ আলম, পৌর ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হক সাগর, প্রেসক্লাবের সহসভাপতি শাহ মোঃ সাদা মিয়া, যুগ্ন সম্পাদক হাসান আলী প্রধান, রংপুর রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, ফটো জার্নালিষ্ট এ্যাসোসিয়েশন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, পীরগাছা রিপোটার্স ক্লাবের সভাপতি আব্দুর রহমান রাসেল, সাংবাদিক আব্দুল করিম সরকার, আকতারুজ্জামান রানা, রেজাউল করিম, অমিতাব বর্মন প্রমুখ।
এছাড়াও হামলার শিকার মাইটিভির রংপুর প্রতিনিধি মাহমুদুল হাসান, এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি মিনহাজুল ইসলাম মিলন ও বায়ান্নর আলোর সংবাদদাতা মিফতাহুল ইসলাম ঐ দিনের লোমহর্ষক ঘটনার বিবরণ দেন। সমাবেশে বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে ভেজাল গো-খাদ্য তৈরীর মূলহোতা চতরা মহিলা কলেজের প্রভাষক জিয়াউর রহমান জিয়া মন্ডলকে অবিলম্বে গ্রেফতার, আইনগত ভাবে তার গোডাউনের রক্ষিত ভেজাল মালামাল জব্দ করে আদালতে প্রেরণ ও অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করার দাবী জানান। অন্যথায় সাংবাদিক নেতৃবৃন্দ থানা ঘেরাও, মহাসড়ক অবরোধ, অবস্থান কর্মসূচী ও কলম বিরতি সহ বিভিন্ন কর্মসূচী ঘোষণা করেন।
Leave a Reply